https://www.verbling.com/find-teachers?price%5B%5D=5&price%5B%5D=80&sort=magic&language=bn
Journal 3
SG - UM Bangla II - Winter 2008 - Jrnl Entry 2

Cirque de Soleil

Bengali 2

Journal  entry #3

হেইলি

২৭/০১/০৮

“Cirque de Soleil”

কালকে আমি বন্দু আর বন্দুবিরা সঙ্গে দিত্রইতে গিয়েছিলাম।  আমরা সবাই Cirque de Soleil সতে দেখতে গিয়েছিলাম।  আমরা সালতিম্বাঙ্ক দেখেছিলাম।  সও খুব ভালো ছিল, আর ছেলে-মেয়েদের খুব শুন্দর নাচ করেছিল আর গান গায়েছিল।  আর কি রকম জগবেম করেছিল?  আমরা ঝলসিত ছিলাম।  চক একদম বড় ছিল আর সবাই বাকহারা ছিল। 

আগে আমি দুবার এই রকম সতে দেখেছিলাম আর প্রতিবার এতু ভালো ছিল।  কখনো-কখনো খারাপ ছিল না। প্রত্যেক-বার খুব সুন্দর আর এতু মজা।  সও জো লুইস আরিনা আর হাজার হাজার লোক জন ওখনে ছিল।  সও সারি তিন্তে থেকে সারি পাচতা ছিল।  সও পরে আমরা গ্রিক্তওনে গিয়েছিলাম খাওয়া-দাওয়া জন্য।  আমরা Old Parthenon খাবারের দোকানে খেয়েছিলাম।  খাওয়া-দাওয়া সেশ পরে আমরা আবার আন্ন আরবরতে ফিরেছিলাম রাত নইতা।  আগামি বছর আমার মনে হই আবার যব।                

Comments