https://www.verbling.com/find-teachers?price%5B%5D=5&price%5B%5D=80&sort=magic&language=bn
Journal 7
পতলক ২

যরদান

হেইলি

জরনাল ৭

১৭/০৩/০৮

যরদান

আমি অবাক হয়ে গেলাম ঝকন আমি একতা ঝাইগা পায়েচিলাম এ International Economic Development Program (IEDP)/ যরদান।  প্রতি বচর, আমার পুব্লিক পলিসি প্রগ্রাম ২৫ জন সেলেক্ত করে এ ভালো প্রগ্রামের জন্য।  চাত্র চাত্রিরা বিবিন গ্রাজুয়াত এস্কুল থেকে ভাইবা ফাইস করে।  প্রিয় ৭০ আপ্লিকাইসান কম্পলিত করে আর ২৫ যেতে পারবে।  গত বচর, চাত্র-চাত্রিরা পেরু গিয়েছিল আর এ বচর আমরা যরদানে গিয়েছিলাম। 

যরদান একতা দেশ মিদাল ইস্তে।  অদের সান্সক্রিতিক আর বাংলাদেশ সান্সক্রিতিক মুতা-মুতি এক।  মাক্সিমাম মানুষ মুসাল্মান।  অদের খাবার primarily ভাত আর মংস।  অরা মান্সাফ বলে।  যরদানের কাপিতাল আমান হছে।  আমান একতা খুব পরিস্কার শহর।  সব কিচু আছে।  আমি অবাক হয়ে গেলাম ঝকন আমি দেখলাম কেমন প্রগ্রেসিভ।  যরদান অনেক ওয়েস্তেরন ইনফ্লুওয়েস আছে।  অদের ফাস্ত খাবারের সান্সক্রিতিক খুব দিস্তারবিং।  McDonald’s, Burger King, Hardeez, Popeye’s, Applebee’s, Bennigan’s, and Starbuck’s আছে।  এগুল ভালো না অদের দিয়েত আর শাস্ত জন্য।  থাই জন্য দাইয়াবিতিস বারা ঝাছে। 

যরদান মানুষ খুব ভালো।  বড় মন আছে।  আমার বন্ধুবি যরদান থেকে আরে সে আমাদের সঙ্গে গিয়েছিল।  ওর বাড়িতে ছিলাম আর তার পরিবার এতু আদর আমাকে করেছিল।  আমার মনে হই ওর একতা পরিবার আছে।  আমি টিক জানি যে যরদানে আবার ঝাব।               

Comments