বাবা রে শাওন, তুই এতটা বা;লায় লিখে ফেললি কি করে? তোর কি আগেই ফন্ট ছিল? কি যে ভালো লাগল বা;লায় তোর চিঠি পড়ে, কী বলব। শোন, তোর হৃষিকেশ বেড়ানর ছবি পাঠা আর তার সঙ্গে বা;লায় তোর অভিজ্ঞতা লেখ। আমাদের একটা এনটারটেনমেন্ট হবে।
হ্যাঁ, এই বরফ পড়তে শুরু করেছে । তবে এ বছরে দেরি করে বরফ পড়ল। আমার তাতে আপত্তি নেই। ষীতকাল যত ছোটো হয়, ততই ভালো। শোয়ার ঘরের হিটি; ভালো করে কাজ করছিল না, সেই এক জ্বালা হয়েছিল। তবে বাড়িওয়ালা কালকে একটা ইলেকট্রিক হিটার দিয়ে গেছে, তাতে বেশ আরাম করে ঘুমাতে পারছি।
তোর কি ওয়েব ক্যাম আছে, অফিসে? তাহলে তুইও কিছু রেকর্ড করে পাঠাতে পারিস। সেটা বেশ মজার হবে। অডিও-ভিডিও ব্যাপারটা হিপকাস্টে রেকর্ড হয়ে এখানে আসে।
তোর ওয়েব ক্যাম থাকলে একটা ব্যবস্থা করা যাবে।
মন্দিরাদি
Comments