ইস! আমি খুব দুশ্ত চ্ছাত্রি এত দিন blog-এ লিখি নি। ভাল কারণ নেই, কিন্তু আমার কম্পুটার নষ্ট হয়ে গেছে। আমার নতুন কম্পুটার হচ্ছে macbook. এই কম্পুটারে বাংলায় লিখতে পারছি না। এখন আমি অফিসে সেখানে pc আচ্ছে সেজন্য বাংলা লিখতে পারছি।
তো...আমার জীবন এখন...আমি আটল্যন্টায় এমোরি উনিভারসিটিতে পড়ছি। আমি ইতিহাসের ক্লাসএর প্রথম বছর সেশ করেছিলাম, তার পর আমি থিক করেছি যে আমি ইতিহাস পড়তে চাই না। ইতিহাস ভাল ভিসয় কিন্তু এতা বেশি রাজইতিক বিসয় না। মানে, সব সময় আমরা ক্লাসে হিংসা উপর কথা বলেছি কিন্তু কিভাবে হিংসা সেশ করতে পারা উপর কথা বলি নি। আমি জানি যে যদ্ধু, মেয়েদের উপর হিংসা, ইতাদি সব সময় হবে। কিন্তু সুধু আমার পাছার উপর বসছি চাই না! সে জন্য আমি ইতিহাস থেকে women's studies PhD-তে পরিবর্তন করেছিলাম। Women's studies আর বেশি রাজনইতিক বিসয়।
ও আমার প্রেমের জীবন...আমি নতুন প্রেমিক আচ্ছে। ও থিক নতুন নেই। আমাদের প্রথম দেট প্রায় এক বছর আগে ছিল. আগামি মাস আমরা একসঙ্গে আপারট্মেন্ট বাড়া করেছিলাম। আমরা দুটো বিড়াল পেয়েছিলাম। টাদের নাম হচ্চে Heffalump ও Woozles. Woozles খুবি ছটো বিড়াল! ক্রিস্টমাসের জন্য আমরা কেনয়াতে যাব কারণ আমার প্রেমিক ওখানে বড় হয়ে গেছে। টার বাবা-মা ওখানে তাখেন.
Valo Laglo....wish u very nice happy life
Posted by: Bangla Music | November 10, 2009 at 11:21 AM